যশোর পুলিশের ৭ কর্মকর্তাকে অভ্যন্তরীণ বদলি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডিবি পুলিশের দুই কর্মকর্তাসহ বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত ৭ জনকে জেলার অভ্যন্তরে বদলি করা হয়েছে। গত ১২ জানুয়ারি পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহমেদের এক আদেশে তাদেরকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
বদলিকৃতরা হলেন ডিবি পুলিশের এসআই মো. সোলায়মান আক্কাস, এসআই রাজেশ কুমার দাশ, সদর উপজেলার ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এএসআই মো. আবুল কাশেম, ডিএসবি’র এএসআই মো. হারুন অর রশিদ, এএসআই ফিরোজ আহম্মেদ, এএসআই এ কে এম পিকুল আহম্মেদ ও রিজার্ভ অফিসের এএসআই আনিয়া খাতুন। এর মধ্যে এসআই সোলায়মান আক্কাস ও এএসআই আনিয়া খাতুনকে বাঘারপাড়া থানায়, এসআই রাজেশ কুমার দাশকে কেশবপুর থানায়, এএসআই আবুল কাশেমকে শার্শা থানায়, এএসআই হারুন অর রশিদকে বাঘারপাড়া উপজেলার রায়পুর পুলিশ ক্যাম্পে, এএসআই ফিরোজ আহম্মেদকে অভয়নগর উপজেলার পাথালিয়া পুলিশ ক্যাম্পে এবং এএসআই এ কে এম পিকুল আহম্মেদকে সদর উপজেলার ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে বদলি করা হয়েছে।
যোগাযোগ করা হলে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি ইনসপেক্টর দেবব্রত হরি তাদের দফতরের দুই কর্মকর্তাকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।