রামপালে সরকারি জমি থেকে ১০ পরিবারকে উচ্ছেদ, মারধর লুটপাটের অভিযোগ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে সরকারি জমিতে আশ্রয় নেওয়া ভূমিহীন ১০টি পরিবারের সদস্যদের মারধর করে জমি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের চাষ করা মাছ ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন শেখ নুূর মোহাম্মদ।
অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবনগর গ্রামে দীর্ঘ ১৭/১৮ বছর ধরে সরকারি চরভরাটি খাস খতিয়ানভুক্ত জমিতে প্লট আকারে ১০টি পরিবার ভোগদখল করে আসছেন। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শাহাদাৎ ফকির সরকারি ওই জমি তার বলে দাবি করে জাফর ফকির, ইসরাফিল, মাহাবুব, আব্দুল হাই ও আমানতসহ শতাধিক লোকজন নিয়ে ওই ভূমিহীন পরিবারগুলোর ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুটপাট ও ঘেরে থাকা মাছ লুট করে। তাদের মারধরে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম, নাসিমা বেগম আহত হন। আহতদের মধ্যে মোদাচ্ছের আলীকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিপক্ষের হামলা ও লুটপাটে ভূমিহীনদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ ফকিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, ‘নদী ভাঙনে আমাদের চন্ডিতলা মৌজার জমি খাস খতিয়ানভুক্ত হয়। যা আমরা সরকারের বিরুদ্ধে আদালতে জমি ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করেছি। আজাহার, সরোয়ার, মুজিবর দখলে নিয়ে তা বিক্রি করে খাচ্ছে। আমরা সিএস ও এসএ রেকর্ডিয় মালিক। ওরা জোরপূর্বক দখল করে রেখেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি জমি নিয়ে বিরোধ। নদীর জায়গা দখল বা পাল্টা দখলের ঘটনা ঘটেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো।’