শেষ হল চৌগাছার গুড় মেলা

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে তিন দিনের গুড় মেলা। শুক্রবার সমাপনী দিনে গাছিদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

এ বছর মেলায় প্রথম পুরস্কার দশ হাজার টাকার চেক পেয়েছেন স্বরূপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের গাছি আব্দুর রাজ্জাক। দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকার চেক পেয়েছেন পাতিবিলা ইউনিয়নের গাছি আবুল গাজি। তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার চেক পেয়েছেন সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের গাছি মিজানুর রহমান।

এছাড়া ১১ টি ইউনিয়নের শ্রেষ্ঠ ১১জন গাছিকেও পুরস্কার দেয়া হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, খেজুর গুড় যশোরবাসীর নিজস্ব শিল্প। যশোর জেলা খেজুর গুড় ঐতিহ্যের ধারক-বাহক। সারা দেশে যশোরের খেজুর গুড়ের চাহিদা রয়েছে। নির্ভেজাল খেজুর গুড়ের নিশ্চয়তা দিতে হবে। বিলুপ্ত প্রায় গুড় শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন গাছি তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, চৌগাছার মানুষ গুড় শিল্পকে বাঁচিয়ে রাখতে মেলার আয়োজন করেছে। আমি এই উপজেলারই একজন। এজন্য আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। মেলায় আগত গাছিরা তাদের উৎপাদিত খাঁটি গুড় ন্যায্য মুল্যে বিক্রি করার জায়গা পেয়েছে। আবার ক্রেতারাও খাঁটি গুড় কিনতে পারছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআই জি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, উপসচিব মাহাবুবুল আলম মিলন, সাবেক অতিরিক্ত সচিব ইদ্রিস আলী, যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ, আমেরিকার লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক লোক প্রশাসন বিভাগের প্রধান বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ড. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চলনায় গুড় মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, সেক্রেটারি মাও. নুরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা সামছুন্নাহার, প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, ডাক্তার আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, জামায়াত নেতা মাও. আলাউদ্দিন, কামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত আলী, বিএনপি নেতা আতাউর রহমান লাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনার আগে প্রধান অতিথি নাসিমুল গনি উপজেলা পরিষদ চত্বরে গুড় মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং গাছি ও সাধারণ মানুষের সাথে কথা বলেন।
শুক্রবার মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। শেষ সময়ে একটু কম দামে গুড় কিনতে আসেন অনেকেই।
গুড় মেলায় অংশ গ্রহণের আগে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আগত অতিথিরা চৌগাছা থানা পরিদর্শন করেন।