যশোর পৌরসভার সাবেক কর্মকর্তা শেখ আমানউল্লাহর ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চুড়িপট্টি হাজি আব্দুল করিম রোডের বাসিন্দা যশোর পৌরসভার সাবেক ট্যাক্স অফিসার প্রাচ্যসংঘের প্রবীণ সদস্য মরহুম হাজি আব্দুল করিমের কনিষ্ঠ জামাতা শেখ আমানউল্লাহ ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বড় ছেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর সদর ইউয়িনের সাবেক সেক্রেটারি ও ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আসাফুদ্দৌলা তুহিন জানান, বার্ধক্যজনিত কারণে তার পিতা গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদজুমা শহরের চৌরাস্তায় কোতয়ালি জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় শহরের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ ছিলেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি তানভীরুল ইসলাম সোহান,দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল ইসলাম রানা, যশোর নগর বিএনপির প্রেসিডেন্ট রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক.সাংবাদিক ও গবেষক বেনজীন খান, যশোর ইনস্টিটিউটের সাবেক যুগ্ম সম্পাদক মতিন সিদ্দিকী. যশোর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ ও মো. সালাহউদ্দিন।
এর আগে শুক্রবার সকালে মরহুমের চুড়িপট্টির বাসভবনে যান দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এ সময় তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।