শ্যামনগরে কম্বলের জন্যে দিনভর অপেক্ষা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন একমাত্র ভরসা এখানকার শীতার্ত মানুষের। সরকারি কম্বল বিতরণ করছেন তিনি। ইতোমধ্যে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন উপজেলার পদ্মপুকুর, কাশিমাড়ী, রমজাননগরসহ শ্যামনগর পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে সাধারণ মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন শীতবস্ত্র। এমন খবর এখন শীতার্ত দরিদ্র মানুষের মুখে মুখে। এ খবরে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা চত্বরে গ্রাম থেকে ছুটে আসা কয়েকশ মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর বুধবার কাউকে কম্বল দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খাতুন বলেন, আমি কাউকে কম্বল নিতে আসতে বলিনি। কয়েকটি জায়গায় কম্বল বিতরণ করায় তারা হয়তো সংবাদ শুনে এসেছেন। আমি বাইরে ছিলাম। অফিসে এসে দেখলাম পাঁচ শতাধিক মানুষ অপেক্ষা করছেন। তাদেরকে বললাম, আপনারা ইউনিয়ন পরিষদ থেকে কম্বল পাবেন। আপনাদের জন্যে ইউনিয়ন পরিষদে কম্বল পাঠিয়ে দেওয়া হয়েছে।