নড়াইলে আমাদা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের আমাদা আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের সভাপতি ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসএম আবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম।
আগামী ২০ জানুয়ারি আমাদা আদর্শ কলেজ চত্বরে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গ্রামীণ হরেক রকম পিঠা দিয়ে ১০টি স্টল বসবে এ উৎসবে।