যশোরে শিক্ষক সমিতির সাধারণ সভা

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) যশোর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত বুধবার প্রেসক্লাব যশোরে হয়। সভায় বক্তারা শিক্ষক সমাজকে বাংলাদেশ শিক্ষক সমিতির ছায়াতলে আসার আহবান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ থাকলে দাবি আদায়ে কোন অপশক্তি বাঁধাগ্রস্ত করতে পারবে না। বেসরকারি শিক্ষকদের মর্হঘভাতা, পে-স্কেল, বাড়িভাতা, চিকিৎসা ভাতা আদায়ের দাবিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। আগামী ২৫ জানুয়ারি ঢাকার মহাসমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) যশোর জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব মাহমুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক নেতা রেজাউল ইসলাম, ওসমান গনি, শরিফুল আনাম আজাদ, রবিউল ইসলাম, নজরুল ইসলাম বুলবুল, শহিদুল ইসলাম, ইসমাঈল হোসেন শওকত প্রমুখ।