যশোর শিক্ষা বোর্ডে নতুন সচিব

0

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম। তিনি বিদায়ী সচিব প্রফেসর এম আব্দুর রহিমের স্থলাভিক্ত হলেন। আব্দুর রহিমকে প্রেষণ প্রত্যাহারপূর্বক খুলনা বিএল কলেজে বদলি করা হয়েছে। নতুন সচিব মাহাবুবুল ইসলাম ঢাকা মিরপুরের সরকারি বাংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
গতকাল শিক্ষাবোর্ড সভাকক্ষে বিদায় সংবর্ধনা ও শুভাগমন অনুষ্ঠান হয়। এতে নবাগত সচিব কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত চেয়ারম্যান প্রফেসর খোন্দকার কামাল হাসান। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান। নবাগত সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম ও বিদায়ী সচিব প্রফেসর এম আব্দুর রহিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর প্রফেসর মো. আব্দুল মতিন, কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান, সেকশন অফিসার মো. নজরুল ইসলাম, সেকশন অফিসার মো. হুমায়ুন কবীর উজ্জল ও মমিনউদ্দিন।