মহম্মদপুরে জাতীয় বিজ্ঞান মেলা ও তরুণ সমাবেশ

0

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা ॥ ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বুধবার দুপুরে পরিদর্শনের মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান।
বুধবার এ মেলা পরিদর্শন করেন- জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাম্বতী শীল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা আইসিটি অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাম্বতী শীল।