ঝিকরগাছা অফিসার্স ক্লাব বনাম প্রেসক্লাবের মাঝে ক্যারামবোর্ড প্রতিযোগিতা

0
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। “এসো দেশ বদলাই,  পৃথিবী বদলাই ” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ঝিকরগাছায় ক্যারামবোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে আয়োজিত ক্যারামবোর্ড প্রতিযোগিতায় ঝিকরগাছা অফিসার্স ক্লাব বনাম ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করে।  ডবল হাতের প্রতিযোগিতায় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সদস্য তারিক মোহাম্মদকে ২-১ ম্যাচে  পরাজিত করে অফিসার্স ক্লাবের পক্ষে জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তাসরিফ হোসেন বিজয় লাভ করে।
পরে একক খেলায় প্রেসক্লাবের পক্ষে তারিক মোহাম্মদ ও অফিসার্স ক্লাবের পক্ষে সহকারী জনস্বার্থ প্রকৌশলী রাকিবুল ইসলাম অংশ গ্রহণ করে। এরিপোর্ট লেখা পর্যন্তরাত সাড়ে ১০টা একক খেলাটি অমীমাংসিত ছিল।
খেলায় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার,  উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, বিআরডিবি (প্রজীপ) আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক এমরান রেজা খোকন, ক্রীড়া সংগঠক শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, অনুভব হোসেনসহ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।