রশিদ ও বালাম নকল সরবরাহ না করায় যশোর সদর সাব রেজিস্ট্রারকে শোকজ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রিকালে রশিদ ও বালাম নকল সরবরাহ করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ দুটি সেবা বন্ধ রেখে জনদুর্ভোগ সৃষ্টি কেন করা হয়েছে তার ব্যাখা চেয়ে উপজেলা সাব রেজিস্টার আমিনা বেগমকে চিঠি দিয়েছেন জেলা রেজিস্ট্রার।

গত ৮ জানুয়ারি জেলা রেজিস্ট্রার আবু তালেব সাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সদর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকবৃন্দ দলিল রেজিস্ট্রির সময় তাদের প্রাপ্য রশিদ ও অবালামভুক্ত(আনকপিড) দলিলের জাবেদা নকল পাচ্ছেন না। রেজিস্ট্রেশন আইন ১৯০৮এর ৫২(১(খ) অনুযায়ী দলিল দাখিলকারীকে রশিদ প্রদান ও রেজিট্রেশন ম্যানুয়াল ২০১৪ অনুযায়ী দলিলের জাবেদা নকল প্রদান বাধ্যতামূলক।

জনসেবা নিশ্চিতে সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্বেও তা প্রতিপালন না করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে কেন উপজেলা সাব রেজিস্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে তিন কর্মদিবস সময় দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল লেখকদের রশিদ ও বালাম নকল প্রদান কার্যক্রম শুরু হয়নি।