রাজারহাটে ওয়াজ মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রাজাহাটের ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া দারুল মা’আরিফ মক্কিনগর মাদ্রাসার আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জ জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম বনবাড়িয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জাকারিয়া। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মাহফিলে সভাপতিত্ব করেন। মাহফিলে প্রধান বক্তার আলোচনা করেন হযরত মাওলানা শাহ আব্দুল মুঈদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন, হাফেজ হযরত মাওলানা নুরুল হক। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাদের আল আমিন।