নওয়াপাড়া থেকে সারা দেশে সার সরবরাহ

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ যশোরের শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়া থেকে সারদেশে নির্বিঘেœ ছড়িয়ে যাচ্ছে সার। দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রান্তিক চাষিদের কাছে নন ইউরিয়া সার সরবরাহ স্বাভাবিক থাকায় এবার ফসল উৎপাদনের লক্ষমাত্রা পূরণের সম্ভাবনা রয়েছে। আসছে বোরো মৌসুমকে সামনে রেখে চলছে এই আয়োজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের অন্যতম আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠানসমূহ প্রতিদিন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা শ শ বিসিআইসি ডিলারকে কাগজপত্র যাচাই বাছাই করে সার সরবরাহ করছে।
সাতক্ষীরার বিসিআইসি ডিলার মেসার্স বি কে ট্রের্ডাসের মালিক বিশ্বজিত ঘোষ জানান,টাকা জমার ৪৮ঘন্টার মধ্যে সার উত্তোলন করি। ডিলারের প্রতিনিধি মেসার্স মান্নান এন্ড ব্রাদার্সের প্রোপাইটার আব্দুল মান্নান জানান,টাকা জমার দেয়ার এক-দুই দিনের মধ্যে সার সরবরাহের ডিউ পেয়ে থাকি।
আমদানিকারক প্রতিষ্ঠানের সরবরাহের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ডিলারদের কাছ থেকে বরাদ্দপত্র ও ব্যাংকে টাকা জমা যাচাই করে দ্রুত সময় সার সরবরাহ করে আসছি।
নওয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাঈদুর রহমান লিটু জানান, দেশে সারের সংকট যাতে না হয় তার জন্যে আমরা সার নীতিমালা অনুসরণ করে কৃষি মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি।
বিএডিসির খুলনা জোনের সহকারী পরিচালক শরীফ সাইফুল আলম জানান, আমদানি ও পরিবহনে নওয়াপাড়া ট্রেডার্স উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বাংলাদেশ ফাটিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শাহ জালাল হোসেন বলেন,ডিলাররা তাদের সার স্ব স্ব স্থানে কৃষকদের পৌঁছে দেয়।
অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু জানান,আমি প্রায় নওয়াপাড়া গ্রুপে সার সরবরাহ সঠিক ও সময়মত হচ্ছে কি না তা খোঁজ খবর নিয়ে থাকি।
অভয়নগর উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন বলেন, সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালায় ২০০৯ বলা হয়েছে, ডিলার নিজে অথবা তার বৈধ প্রতিনিধি ছাড়া কেউ সার উত্তোলন করতে পারবে না। এটা যেন না হয় সেটা আমরা লক্ষ্য করছি ও এক এলাকার সার যেন অন্য এলাকায় কেউ বিক্রি করতে না পারে তার জন্যে আমরা সজাগ রয়েছি।