যশোরে অননুমোদিত লুব্রিকেন্ট কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলায় অননুমোদিত লুব্রিকেন্ট অয়েল (মবিল) কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেসার্স ইনো লুব্রিকেটিং নামের ওই কারখানা মালিক নাজিম উদ্দিনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম এ অভিযান পরিচালনা করেন।
সৈয়দা তামান্না তাসনীম জানান, তারা গোপন সূত্রে খবর পান হামিদপুর নুড়িতলায় লুব্রিকেন্ট অয়েলের একটি অবৈধ কারাখানা রয়েছে। এ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের সহায়তায় তারা ওই কারখানায় অভিযান চালান। কিন্তু কারখানাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিলো। তবে ভেতরে মানুষ ছিলো। এ সময় তারা বাইরে থেকে ডাকাডাকি শুরু করলে ভেতরে থাকা লোকজন প্রাচীর টপকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মালিক নাজিম উদ্দিনকে ডেকে আনা হলে তিনি দরজার তালা খুলে দেন। ভেতরে গিয়ে দেখা যায়, ওই কারখানায় লুজ লুব্রিকেন্ট অয়েল (মবিল) ও গ্রিজ কৌটাজাত করা হচ্ছে নিজস্ব কোম্পানির নামে। তবে কারখানা মালিক নাজিম উদ্দিন শুধুমাত্র ট্রেডলাইসেন্স দেখাতে সক্ষম হন। মবিল কারাখানা পরিচালনার জন্য তিনি বিস্ফোরক অধিদফতর ও বিএসটিআইয়ের লাইসেন্স এবং পরিবেশ অধিদফতরের কোনো ছাড়পত্র নেই বলে স্বীকার করেন। এ কারণে অবৈধভাবে মবিল কারখানা পরিচালনার অপরাধে তাকে ১ লাখ টাকা অর্থদন্ড এবং তা আদায় করা হয়েছে।