বাঘারপাড়ার বাকড়ীতে অমল সেন স্মরণমেলার প্রস্তুতিসভা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ার বাকড়ীতে তেভাগা আন্দোলনের নেতা অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণমেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অমল সেন সমাধি চত্বরের প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ। উপস্থিত ছিলেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, মিজানুর রহমান, বিথীকা বিশ্বাস, রমেশ চন্দ্র অধিকারী, কংকন পাঠক, ইরাদত হোসেন নয়ন, জহিরুল হক, আব্দুস সবুর, নির্মল বিশ্বাস, পরিমল বিশ্বাস, ডাক্তার সুরঞ্জন গুপ্ত, দিলীপ রায়, বিপদ বিশ্বাস, ভারতী বিশ্বাস, দীনবন্ধু ঘোষ প্রমুখ।
সভায় তিন দিনব্যপী স্মরণমেলার সিদ্ধান্ত হয়। এর মধ্যে আছে ১৬ জানুয়ারি দুপুরে অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, চিত্রাংকন প্রতিযোগিতা, মেয়েদের সাইকেল রেস, আমল সেনের জীবনীর ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৭ জানুয়ারি দুপুরে মেয়েদের চেয়ার সিটিং প্রতিযোগিতা ও আলোচনা সভা। ১৮ জানুয়ারি সমাপনী দিনে বিকেল তিনটায় আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।