যশোর জিলা স্কুলের ১৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জিলা স্কুলের ১৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও যশোর সরকারি বালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ। জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলা স্কুলের সহকারি প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক সেলিম রেজা ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম। প্রতিযোগিতায় ২৭ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।