কয়রায় কৃষকদলের সমাবেশ সফলে প্রস্তুতিসভা

0

কয়রা (খুলনা)সংবাদদাতা॥ আগামী ১৩ জানুয়ারি সোমবার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের কৃষক দলের সমাবেশ সফলে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ঘড়িলাল বাজারে বিএনপি অফিসে এ সভা হয়। ইউনিয়ন কৃষকদল নেতা আলতাব হোসেন মিন্টু সানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন বিএনপি নেতা ওসমান গনি খোকন, মাকসুদুল আলম, শাহানুর আলম টুটুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাসুদ, সহসভাপতি মাফুজুল, কৃষকদল নেতা আল-আমিন হোসেন, সাইফুল ইসলাম, সাহারুল ইসলাম প্রমুখ।