লোহাগড়ায় জুয়েলার্সের দেওয়াল ভেঙে চুরি

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়ায় জুয়েলারি দোকানের দেওয়াল ভেঙে স্বর্ণালঙ্কার, রূপা ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার লক্ষ্মীপাশায় সজল জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সজল জুয়েলার্স-এর স্বত্বাধিকারী শান্তি স্বর্ণকার বলেন, গত বুধবার সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। তিনি ধারণা করছেন বুধবার দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা দেওয়াল ভেঙে দোকানে প্রবেশ করে। তিনি আরও বলেন, চোরেরা স্বর্ণালঙ্কার, রূপা ও নগদ টাকাসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।