চৌগাছায় কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় দক্ষিণ কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক কয়ারপাড়া গ্রামের কৃতী সন্তান ড. এম শওকত আলী। এ সময় তিনি বলেন, তার পিতা আহমদ আলী এই অঞ্চলে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তিনি শিক্ষকতা, সাংবাদিকতা ও সাহিত্য চর্চা করে গেছেন।
প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আব্দুল মজিদ, লে. কর্নেল (অব.) তাফসির আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জহুরুল ইসলাম, অধ্যক্ষ মতিয়ার রহমান, অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, ড. রুহিনা তাসমিন শেলী, অধ্যাপক ইসারুল হক, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট্রের মহাপরিচালক সাইফুল ইসলাম, প্রেস ক্লাব চৌগাছার আহ্বায়ক শিহাব উদ্দীন, কবি ও গবেষক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ। আলোচনার অতিথিবৃন্দ কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের নামফলক উন্মোচন ও ফিতা কেটে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।