প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল যশোরে বালকে সলুয়া ও বালিকায় বেনেয়ালি জেলার চ্যাম্পিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে যশোর জেলা চ্যাম্পিয়ন চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার যশোর শহরতলীয় বিরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালক বিভাগের ফাইনাল খেলায় মুখোমুখি হয় চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় জুনায়েদ গাজীর হ্যাট্রিক গোলের সুবাদে সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে জয় লাভ করে। এছাড়া দলের পক্ষে আবু সাঈদ একটি গোল করে।
বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় শার্শার কায়বা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় শান্তা বিশ্বাসের হ্যাট্রিক গোলের সুবাদে ঝিকরগাছার বেনেয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে জয় লাভ করে। বিজয়ীদলের পক্ষে শান্তা বিশ্বাস ৪ টি এবং তুয়া খাতুন ১ টি গোল করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, আব্দুল হান্নান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।