তালায় আদালতের নির্দেশ অমান্য করে গাছ কর্তনের অভিযোগ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় আদালতের নির্দেশ অমান্য করে উপজেলার জাতপুর গ্রামের আমজাদ হোসেন বিশ্বাসের বিরুদ্ধে বিরোধপূর্ণ সম্পত্তি থেকে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ করেছেন আব্দুর রহমান গং। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তালা থানার এস আই খলিলুর রহমান জানান, আদালতের নির্দেশে গাছ কর্তন বন্ধ করে দেওয়া হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।