অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট যশোরের আশাভঙ্গ

0
ছবি: সংগৃহীত।

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় মাগুরা ভেন্যুতে চ্যাম্পিয়ন যশোর গতকাল চুয়াডাঙ্গা ভেন্যুতে সেমিফাইনালে সাতক্ষীরার কাছে পরাজিত হয়েছে। সাতক্ষীরার কাছে ৩৯ রানে হেরে ফাইনালের আশাভঙ্গ হয়েছে।

মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানের দলগত ইনিংস গড়ে সাতক্ষীরা। জবাবে ৪৬ ওভার দুই বলে ১৭৬ রানে গুটিয়ে যায় যশোর । ফলে সাতক্ষীরা জয় পায় ৩৯ রানে।

এ ম্যাচে অনবদ্য ইনিংস খেলেছেন সাতক্ষীরার অভিশেখর বিশ্বাস। এ ব্যাটার ১৬০ বলে ২০টি চার ও একটি ছয়ে করেন ১৪১ রান। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন একই দলের সাবিত সুহেল। তিনি রান দিয়েছেন ৩৭টি।
সাতক্ষীরার ব্যাটিং ইনিংসে অন্যান্য ব্যাটারদের মধ্যে শাহারিয়ার আহমেদ ৮৬ বলে ৩টি চারে ৩০, পারভেজ হোসেন ৩৯ বলে ২১, প্রনব কুমার তিন বলে শূণ্য, আবু ওবায়েদ ৭ বলে পাঁচ, নাইমুল ইসলাম ৫ বলে ৫ ও তালহাবি এক বলে শূণ্য রানে আউট হন। অতিরিক্ত হতে সংগ্রহ ১৩ রান।

বল হাতে যশোরের সাবিন ওহী ৩৫ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট দখল করেন আফিফ হাসান ও ওয়ালিদ।

যশোরের ব্যাটিং ইনিংসে ফাহিম শাহারিয়ার ১১ বলে ২, আবু বক্কর ১০ বলে একটি চারে ৫, সাবিন ওহী ৬০ বলে ছয়টি চারে ৩৭, আল জান্নাত ৫৬ বলে দু’টি চারে ২৪, ওয়ালিদ ৪০ বলে একটি চারে ২০, আফিফ হাসান ১৯ বলে ৯, ওমর ফারুক ১৯ বলে একটি চারে ৮,আরিয়ান রহমান ২৯ বলে দু’টি ছয়ে ২৪, বিধি রঞ্জন ২৫ বলে ৯, সিয়াম হোসেন আট বলে ৬ ও আদিয়ান হোসেন এক বলে শূণ্য রানে আউট হন। অতিরিক্ত হতে আসে ৩২ রান।

বল হাতে তাবিত সুহেল ৩১ রানে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন প্রনব কুমার, শেখ জুনায়েদ, ফায়জুল্লাহ আলম, আবু ওবায়েদ, পারভেজ হোসেন ও শেখ সেফায়েত উল্লাহ।