কয়রায় দেবদুনিয়া খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ

0

কয়রা(সংবাদদাতা) সংবাদদাতা॥ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের দেবদুনিয়া খাল থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। হাসান শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। তিনি তেঁতুলতলা গ্রামের জবেদ আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে দেবদুনিয়া খাল থেকে হাসান শেখ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে পাশের দক্ষিণ কালিকাপুর রাস্তার পাশে দক্ষিণ কালিকাপুর বিলের ফসলি জমির পাশে ভরাট করছেন। এতে দুই পাড়ের রাস্তা ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এতে হুমকির মুখে পড়েছে ওই বিলের ফসলি জমি।
এ বিষয়ে জানতে হাসান শেখের মোবাইলে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
স্থানীয় গ্রাম পুলিশ হাবিবুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানতে পেরে মেম্বারকে ফোন করে বালি উত্তোলন বন্ধ করতে বলেছেন।
কয়র উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস বলেন, খবর পেয়ে স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশ পাঠিয়ে বালি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।