কলারোয়ায় ধর্ষণ মামলার তিন সাক্ষীসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় ধর্ষণ মামলার তিন সাক্ষী ও এক ইউপি সদস্যসহ ৬ জনকে আসামি করে সাতক্ষীরা আদালতে একটি মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
মামলাটি সাতক্ষীরা পিবিআইতে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। ধর্ষণ মামলাটি উঠিয়ে নেওয়ার অপকৌশল হিসেবে ওই ধর্ষণ মামলার আসামির ভাই রফিকুল ইসলাম এ মিথ্যা মামলাটি দায়ের করেছেন বলে এলাকাবাসী জানান।
জানা যায়,জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামের এক গৃহবধূকে তার ্ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত ঘটান ্একই গ্রামের মৃত ফকির আহম্মেদ মোড়লের ছেলে রকিবুল ইসলাম ওরফে ফুল (৫০)। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ ২০২৪ সালের ১০ জুলাই কলারোয় থানায় মামলা দায়ের করেন।
ধর্ষণ মামলাটি যাতে ওই গৃহবধূ প্রত্যাহার করে নেন তারই অপকৌশল হিসেবে আসামির ভাই রফিকুল মোড়ল গত ২ ডিসেম্বর সাতক্ষীরা আমলী ৪ নং আদালতে মৎস্য ঘের লুট, চাঁদাবাজ,হত্যার হুমকি, আঘাত, চুরিসহ বিভিন্ন ধারায় ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। বিচারক অভিযোগটি আমলে নিয়ে সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন-এ (পিবিআই) তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন, গাজনা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে ধর্ষণ মামলার সাক্ষী রবিউল ইসলাম (৩২), ইছাক আলী মোড়লের ছেলে ধর্ষণ মামলার সাক্ষী হোসেন আলী মোড়ল (৫৫), ফজলুর রহমানের ছেলে ধর্ষণ মামলার সাক্ষী তকিবুর রহমান (৪২),তকিবুর রহমানের ভাই আব্দুল আলিম (৪৩) ও ইউপি সদস্য মনিরুল ইসলাম (৫০)।