মোবারকগঞ্জ চিনিকলের সিবিএতে রিংকু সভাপতি ও জাহিদ সম্পাদক নির্বাচিত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । রোববার সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত এ ভোটগ্রহণ চলে । চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের এবারের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ৩ ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন ।
ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতীকের শফিকুর রহমান রিংকু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খেজুর গাছ প্রতীকের জাহিদুল ইসলাম জাহিদ।
গত ৩০ ডিসেম্বর মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়েছিল । পরে ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট গ্রহণের বিষয়টি জানানো হয়।