বাগেরহাটে আনসার ভিডিপি দিবস পালিত

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে বাগেরহাটে শহরের মুনিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।
বাগেরহাট সদর উপজেলা ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাগেরহাট সার্কেল অ্যাডজুট্যান্ড আনিসুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এস এম ফয়সাল মাহমুদ, বনশ্রী কীর্তনীয়া, জান্নাতুল ফেরদাউস, কাজী কবির উদ্দিন, হেদায়েতুল ইসলাম প্রমুখ।