বেনাপোলে কাস্টমসের অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য আটক

0
ছবি : সংগৃহীত

লোকসমাজ ডেস্ক॥ যশোর বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় মেডিকেল এবং সার্জিক্যাল আইটেমসহ বিভিন্ন পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের বিশেষ ইউনিট আইআরএম (ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট) টিম। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে পণ্যবোঝাই কাভার্ডভ্যানটি আটক করে তারা।

জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউসের স্থলবন্দর থেকে লোড হয়ে আসা অবৈধভাবে আমদানিকৃত অর্ধকোটি টাকার পণ্যবোঝাই ট্রাকটি কাস্টমস হাউসের চেকপোস্ট অতিক্রম করার আগেই জব্দ করা হয়। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর পণ্যচালানটি আটকের সত্যতা নিশ্চিত করেন। এছাড়া অভিযানে অংশ নেন সহকারী রাজস্ব কর্মকর্তা এমদাদ হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা তানভির আহমেদ এবং সংশ্লিষ্ট অন্যরা।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর বলেন, আগে থেকে খবর পাওয়া যায়, বন্দরের ৩৫ নম্বর শেড থেকে কায়িক পরীক্ষা শেষে গেটপাস ছাড়াই ঘোষিত পণ্যের সঙ্গে ঘোষণাবহির্ভূত মেডিকেল ইকুপমেন্ট, সানগ্লাস, সার্জিক্যাল গুডস ও বিভিন্ন ধরনের উন্নতমানের মেডিসিনসহ পণ্যবোঝাই চালানটি কাস্টমস হাউসের চেকপোস্টে আসছে। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির পণ্যচালানটি কাস্টমস-বিজিবি যৌথ চেকপোস্ট অতিক্রম করার পূর্বেই কাস্টমস কর্মকর্তারা তৎপরতার সঙ্গে গাড়িসহ আটক করেন।

আইআরএম (ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট) টিম জানায়, এই অবৈধ পণ্যের আমদানিকারক হলো ইউএস এন্টারপ্রাইজ, বেনাপোল, যশোর; রপ্তানিকারক হলো গীতা এন্টারপ্রাইজ, ভারত। পণ্যটি ছাড়করণের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট মেসার্স আলতাফ এন্ড সন্স।

অবৈধভাবে আমদানিকৃত এইসব পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সার্জিক্যাল আইটেম, ওষুধ ও সানগ্লাস, যার বিল অব এন্ট্রি নম্বর ১১৪৭৬৪।

জানা যায়, দীর্ঘদিন ধরে বেনাপোলের একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিতে ভারত থেকে বৈধ পণ্যর সাথে স্থলবন্দর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে আমদানি নিষিদ্ধ ও অবৈধ পণ্য আমদানি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আর এসব শুল্ক ফাঁকি দেওয়ার চক্রে জড়িত কিছু অসাধু কর্মকর্তরা।