খুলনার ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

0

খুলনা ব্যুরো॥ জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনের সময়ে সরকারি দায়িত্বপ্রাপ্ত খুলনার ম্যাজিস্ট্রেটদের তালিকা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল । গত ২০ জুলাই কারফিউ জারির পর থেকে ম্যাজিস্ট্রেটরা বিজিবি ও সেনাবাহিনীর সাথে দায়িত্ব পালন করেন। এসব ম্যাজিস্ট্রেটের কর্মকান্ড ও নির্দেশনার বিস্তারিত বিবরণ পাঠানোর জন্যে তাগিদ দেওয়া হয়েছে। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুলনা জেলা প্রশাসকের কাছে তালিকা চেয়ে দাপ্তরিক পত্র দিয়েছে।
জেলা প্রশাসনের সূত্র বলেছে, পরীক্ষা-নিরীক্ষার পর এ সম্পর্কিত প্রতিবেদন খুব শিগগিরই ট্রাইব্যুনালে পাঠানো হবে।