ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি, ইউপি মেম্বারের নামে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কায়েম হোসেন দিপুর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগে বৃহস্পতিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালতে মামলা হয়েছে। ওই প্রবাসী মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। অভিযুক্ত কায়েম হোসেন দিপু ক্ষিতিবদিয়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২০ মে ভুক্তভোগী নারীর স্বামী অর্থ উপার্জনের জন্য ওমানে যান। স্বামী বিদেশ যাওয়ার পর কায়েম হোসেন দিপু নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। ২০২৩ সালের ৪ জুলাই গভীর রাতে ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন তিনি। এছাড়া ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন কায়েম হোসেন তিনি। একই বছরের ১৯ অক্টোবর দেশে ফিরে স্ত্রীর কাছ থেকে সবকিছু জানতে পারেন তার স্বামী। কিন্তু কায়েম হোসেন দিপুর ভয়ে তিনি মামলা করতে সাহস পাননি। এরই মধ্যে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর স্বামীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায় করেন কায়েম হোসেন দিপু। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই নারীর স্বামী এক আত্মীয়ের সহায়তায় কৌশলে কায়েম হোসেন দিপুর কাছ থেকে কিছু ছবি উদ্ধার করেন। এরপর কায়েম হোসেন দিপুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।