অধ্যক্ষের অসহযোগিতায় বাঘারপাড়া ডিগ্রি কলেজের কমিটির পরিচিতি সভা পণ্ড

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের অসহযোগিতা ও কমিটির সদস্যদের হত্যার হুমকি দেওয়ায় গতকাল এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হতে পারেনি বলে অভিযোগ উঠেছে। বর্তমান সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দ নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। গতকাল দুপুর ১২টার সময় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
সৈয়দ নুরে আলম সিদ্দিকী অভিযোগ করে বলেন, ইঞ্জিনিয়ার টিএস আয়ুব কমিটির সদস্যদের হত্যার হুমকি দেওয়াতে মিটিংয়ে এ সদস্যরাসহ অধ্যক্ষ উপস্থিত থাকেননি।
তিনি আরও জানান, গত ২৪ ডিসেম্বার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দেয় তাকে (নুরে আলম সিদ্দিকীকে)। কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন তাকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার সভার কথাও জানানো হয়। কিন্তু সোমবার রাত থেকেই জানতে পারেন তাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না।
তিনি আরও অভিযোগ করেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য একটি পক্ষ কলেজ চত্বরে মিছিল করে। মিছিলে বিভিন্ন ধরনের উসকানিমুলক বক্তব্য দেওয়া হয়। এসকল কারণে অধ্যক্ষসহ অন্যরা সভায় উপস্থিত থাকেননি। এমনকি আমি আমার ব্যাক্তিগত গাড়ি নিয়ে কলেজে ঢুকতে চাইলে কলেজের কর্মচারীরা গেট খুলেও সহযোগিতা করেনি।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, ‘এ্যাড. নুরে আলম সিদ্দিকী যে সকল অভিযোগ করেছেন তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা আমার নেই। তাছাড়া বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রচার মিছিল করে উপজেলা ছাত্রদল। এখানে কোনো উসকানিমুলক বক্তব্য দেওযা হয়নি। তিনি আরও বলেন, কী কারনে অধ্যক্ষসহ কমিটির অন্য সদস্যরা সভায় উপস্থিত হননি তার দায় কেন আমার উপর আসবে’?
বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের মুঠোফোনে (০১৭৯০-৮৬৩২৬১) একাধিকবার যোগাযোগের করলেও তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
গতকাল ১২টা বাজার পাঁচ মিনিট আগেই কলেজের গেটে ব্যক্তিগত গাড়িতে করে আসেন অ্যাড. নুরে আলম সিদ্দিকী। তার একজন সঙ্গী এসময় কলেজের কর্মচারীদের গেট খুলে দিতে অনুরোধ করেন। তাতে অপারগতা জানালে অ্যাড. নুরে আলম সিদ্দিকী গাড়ি থেকে নেমে পকেটগেট দিয়ে কলেজে প্রবেশ করেন এবং নিজের পরিচয় দিয়ে গেট খুলে দিতে অনুরোধ করেন। অধ্যক্ষের অনুমতি ছাড়া গেট খুলতে অপারগতা জানান কর্মচারীরা। তখন তিনি অধ্যক্ষের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এরপর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল খালেক বিশ্বাসের কবর জিয়ারত করে বাঘারপাড়া ত্যাগ করেন অ্যাড. নুরে আলম সিদ্দিকী।