আব্দুর রাজ্জাক কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ, এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ মাঠে রোববার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি এহসানুল হক। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ায় আন্তরিক হতে হবে। সেই সাথে শিক্ষকদের নির্দেশনা মেনে নিয়মিত ক্লাশ করাসহ মনযোগ সহকারে লেখাপড়া করতে হবে। যাতে তোমরা আগামীতে কলেজের এইচএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পার।
অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য এসএএম বদরুদ্দৌজা, মামুনুর রশীদ, শিক্ষক প্রতিনিধি নাসিরুজ্জামান, মিউনিসিপাল প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আলফাজ উদ্দীন।
অনুষ্ঠানে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে নবাগত ৬০০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।