চৌগাছায় মসজিদের ইমাম আব্দুল গফুরের ইন্তিকাল,শোক

0

পৃ-৩

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় হজরত মাও.আব্দুল গফুর ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি শনিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মসজিদের ইমাম ছিলেন।
আজ রোববার সকাল ৯ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় জানাজা তার নিজ গ্রাম বাদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের ছেলে প্রেস ক্লাব চৌগাছার আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহম্মেদ জানান, শুক্রবার বিকেলে তার পিতা অসুস্থবোধ করলে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে মারা যান।
মাও. আবদুল গফুর নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন একটি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে সেটি বাদেখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। তিনি ছিলেন বাদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রসার প্রতিষ্ঠাতা ও সুপার। এছাড়া মাও. আবদুল গফুর আহসান নগর দাখিল মাদ্রসা, সাতক্ষীরার তালা উপজেলার পীরশাহ জয়নুদ্দীন ফাজিল মাদ্র্রাসা ও নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। অবসরে যাওয়ার বেশ আগে থেকেই তিনি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। চৌগাছা সরকারি ৫০ শয্যা হাসপাতাল জামে মসজিদের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা ও খতিব। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।