মনিরামপুরের জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর সংবর্ধিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির অষ্টমবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ গফুরকে সংবর্ধনা দিয়েছে মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নবাসী। শনিবার মশ্মিমনগর ইউনিয়নের পার খাজুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতি করেন বিএনপি নেতা ও মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রশিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুছা, মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, সদস্য আবু বকর সিদ্দিক, মনিরামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
মশ্মিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির ৮ম বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ গফুরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবির্ধত হয়ে তিনি এই বিজয়কে সাধারণ আইনজীবী ও নিজ এলাকার মানুষের জন্য উৎসর্গ করেন। তিনি বক্তব্যের শুরুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে দুঃসময়ে পাশে থাকার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউনিয়নবাসীর প্রতিও।