বিয়ে বাড়ি গান বাজানো নিয়ে দু পক্ষের সংঘর্ষে আহত ১৫

0

মফিজুল ইসলাম,শৈলকুপা(ঝিনাইদহ) ॥ শৈলকুপায় বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে গ্রামের দুই মাতব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরও ভাঙচুর করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাতব্বর হেলালের সমর্থক নাসিরের বাড়িতে মাইকে গান বাজানো হচ্ছিল বৃহস্পতিবার রাত থেকে। শুক্রবার সকালেও উচ্চশব্দে গান বাজছিল। সে সময় আরেক মাতব্বর লিটনের সমর্থক মাহফুজ গান বাজাতে নিষেধ করলে উভয় পক্ষে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১২ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে লিটন ও হেলালের সমর্থকরা। সংঘর্ষে উভয় পক্ষের সাঈদ, মজনু, মাহফুজ, জামাল হৃদয়, সাদ্দাম, সাহাদুল, নাজের, রত্নাসহ ১৫জন আহত হন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বর্তমান গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি, থানায় মামলা হয়নি।