বাঘারপাড়ায় কৃষক সমাবেশ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রায়পুর-খাজুরা সড়কের পাশে বনগ্রাম মাঠে এ সমাবেশের আয়োজন করে রায়পুর ইউনিয়ন কৃষকদল। রায়পুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওমেদ আলীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার টিএস আয়ুব।


সমাবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে গৃহীত কৃষিবান্ধব কর্মসূচি ও জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় গেলে কৃষকদের জন্যে কী কী করা হবে তা তুলে ধরে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মফিজুর রহমান লিটন, যশোর জেলা কৃষকদলের নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, আবু তাহের সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, একলাস হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনিসুর রহমান, শফিয়ার রহমান, গোলাম মোস্তফা শিকদার, হাফিজুর রহমান, মাসুদ আলম টিপু, আবু হুরায়রা আশা, মনিরুজ্জামান তপন, মঞ্জুর মোর্শেদ, আব্দুস সালাম সৌদি, আব্দুল কুদ্দুস, মেহেদী হাসান, মশিউল আযম, আব্দুল বারী, নাজিমুদ্দিন আল আজাদ, মনিরুল ইসলাম প্রমুখ।