বাঘারপাড়ায় বিএনপির দুই নেতাকে কারণ দর্শানো নোটিশ

0

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ এবং ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেনকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের অভিযোগের বিষয় লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত তাদেরকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এবং রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুসকে অবহিত করা হয়েছে।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য জেলা বিএনপি দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। বিজ্ঞপ্তি