কুয়াদায় মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউনিয়নে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলাদলের কর্মীসভায় আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। রোববার কুয়াদা ডহরসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা মহিলাদলের সভাপতি রাশিদা রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলাদল সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা ও রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাবলু, মোসলেম উদ্দীন, সিরাজ মোল্যা, জেলা মহিলাদলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদর উপজেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা, উপজেলা স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমুখ।
সভা শেষে রহিমা বেগমকে আহবায়ক ও তহমিনা খাতুনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।