পাইকগাছায় ছাত্রদলের সভাপতির পরিচয়ে ঘের লুটের হুমকির অভিযোগ

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় ছাত্রদলের সভাপতি পরিচয়ে দিয়ে ঘের মালিককে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দিয়ে মাছ লুটের চেষ্ট করার কল রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনায় ঘের মালিক মাহফুজুল হক কিনুর স্ত্রী মর্জিনা খাতুন বান্দিকাটী গ্রামের লুৎফর গাজীর ছেলে রাকিবের নামে পাইকগাছা থানায় জিডি করেছেন।
জিডি ও ও কল রেকর্ডের ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, লুৎফর গাজীর ছেলে রাকিব নিজেকে স্থানীয় ছাত্রদলের সভাপতি মো. নাজমুল পরিচয় দিয়ে রোববার সন্ধ্যায় মাহফুজুল হক নামের এক ব্যক্তির কাছে ০১৯১১৮২২৯২৩ নম্বর মোবাইল ফোন থেকে কল করেন। তিনি বলেন, আমি উপজেলার গদাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল। আপনার ঘেরে আমাদের ছেলেরা মাছ ধরতে যাবে। মাছ মারতে না দিলে বিভিন্ন মামলায় জড়ানো হবে। দল চালাতে গেলে কর্মীদের জন্যে টাকা লাগে। কোন শব্দ করলে চলবে না। এ হুমকির পর সোমবার থানায় একটি জিডি করেন মর্জিনা খাতুন ।
স্থানীয়রা জানান, রাকিব কোন লেখাপড়া জানেন না। জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে তার কোন সম্পর্ক নেই। দলের কেউ তাকে কেউ চেনেনও না।
ছাত্রদল নেতা মো. নাজমুল তার নাম ব্যবহার করে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করেন। এদিকে রাকিবের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, এ নিয়ে থানায় জিডি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।