পাঁচ বছর পর যশোরে প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডাকাতির ঘটনায় আদালতে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ বছর পর যশোর শহরতলীর শেখহাটি হাইকোর্ট মোড়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ডাকাতির ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই স্নেহাশিস দাশ ৮ জনকে অভিযুক্ত করে সম্প্রতি আদালতে এই চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মৃত রাজ আলীর ছেলে হাবিব, বাঘারপাড়া উপজেলার সিলুমপুর গ্রামের তোরাব আলীর ছেলে রাশিদুল ইসলাম, যশোর শহরের শংকরপুরের মৃত আজহার আলীর ছেলে ফয়সাল হোসেন, শহরতলীর শেখহাটির জাহাাঙ্গীর হোসেনের ছেলে খালিদ হোসেন, বিরামপুরের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল সালাম, পুলেরহাটের বাবুলের ছেলে আরিফুল ইষলাম রিপন ওরফে মিঠু, ঝিনাইদহ সদর উপজেলার হরিধানী গ্রামের মৃত মকবুল হোসেন মোল্লার ছেলে ইউনুচ আলী ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মাজিলা গ্রামের শফি মন্ডলের ছেলে জুলফিকার।
মামলা সূত্রে জানা গেছে, শহরতলীর শেখহাটি হাইকোর্ট মোড়ের অ্যাগ্রো ভবনের নিচতলায় ছিলো প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস। ২০১৯ সালের ২৮ আগস্ট গভীর রাতে একদল ডাকাত ক্লপসিবল গেটের তালা কেটে অফিসের ভেতর ঢোকে। প্রথমেই ডাকাতরা অফিসের কর্মচারী আবু রায়হানকে অস্ত্রের ভয় দেখিয়ে চোখ বেঁধে ফেলে। এরপর ডাকাতারা অফিসে রক্ষিত ১টি ডায়াং মোটরসাইকেল, ১টি ইয়াহামাহা মোটরসাকেল, ১টি কম্পিউটার, ২ টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ১টি মোবাইল ফোনসেট ও আবু রায়হানের ব্যবহৃতর কাপড়, মানিব্যাগ, ঘড়ি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
ওই মামলা তদন্তকালে বিভিন্ন সময় ১১ জনকে আটক করে পিবিআই। তদন্তে আটকদের মধ্যে ৮ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে অভিযুক্ত করে এবং অপর ৩ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হয়। যাদের অব্যাহতির আবেদন জানানো হয়েছে তারা হলেন, শেখহাটি জামরুলতলার শামীম হোসেন ওরফে কাবাব শামীম, বারান্দী মোল্লাপাড়ার রাকিব হোসেন ও বড় বালিয়াডাঙ্গার জাকারিয়া হোসেন অপু। চার্জশিটে অভিযুক্ত সকলকে আটক দেখানো হয়েছে।