উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে সুধী সমাবেশ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে শনিবার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনিরামপুরের মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া।
উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি কাজী আব্দুল কাদেরের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মসজিদের প্রধান উপদেষ্টা ও যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, দড়াটানা মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ ফজলুর রহমান খান, খতিব মাওলানা আখতারুজ্জামান প্রমুখ। সুধীসমাবেশে জানানো হয় মসজিদের ছয়তলা পুনঃনির্মাণ কাজ অচিরেই শুরু হচ্ছে। এ সময় নতুন ভবনের নকশার ভিডিও প্রদর্শন করেন আর্চডেন্ট কনসালটেন্টের প্রিন্সিপ্যাল আর্কিটেক্ট মারুফ হুসাইন। শেষে মসজিদ নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মসজিদের প্রধান উপদেষ্টা আলহাজ মিজানুর রহমান খান জানান, পার্কিংসহ ছয়তলা মসজিদে পুরুষ এবং মহিলাদের পৃথক নামাজের জায়গা থাকবে। মসজিদটির পুনঃনির্মাণ ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২০ থেকে ২২ কোটি টাকা। আগামী ১ জানুুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হবে। আশা করছি তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। ১৯৬৩ সালে উপশহর ডি-ব্লকে মসজিদটি প্রতিষ্ঠিত হয়।