ঝিনাইদহে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহিষাভাগাড় থেকে ওই মরদেহ উদ্ধার হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় আশারত নামে এক জেলে মাছ ধরতে গিয়ে পানির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না কিভাবে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।