দর্শনায় চোরাচালানের কাজে ব্যবহৃত উপকরণসহ আটক ২

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা থেকে সোনার বার সদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি। সেই সঙ্গে নগদ টাকা, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নাম্বার প্লেট, চোরাচালানের কাজে ব্যবহৃত মোটরসাইকেলের খালি ব্যাটারি, মোবাইল ফোন সেট, ভারতীয় মোবাইল সিম, ব্যাংকের চেক বই ও একটি কালো রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া সোনা চোরাকারবারী দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিন (২৮) ও পারকৃষ্ণপুর গ্রামের আশরাফুলের ছেলে সৌরভকে (১৬) আটক করা হয়েছে। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ অভিযান চলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।