যশোরে প্রাইভেট কারে দেড় হাজার বোতল ফেনসিডিল জব্দ,আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান এলাকায় গত বুধবার অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম টুটুল (৪২) ও বাঁকা গ্রামের মিন্টু হোসেন ওরফে আমিরুল ইসলামের ছেলে ছাব্বির হোসেন (২০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গত বুধবার গোপন সূত্রে জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারের ভেতর ফেনসিডিল নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছে। এ খবর পেয়ে ওই দিন দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব সদস্যরা যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান এলাকার এলআর রানার মটরস গ্যারেজের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এর মিনিট দশেক পর সেখান দিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৯২৮৪) যাওয়ার সময় র‌্যাব সদস্যরা থামার জন্য সংকেত দেন। এ সময় প্রাইভেটকারের স্টার্ট বন্ধ করে গাড়ির ভেতর থেকে উল্লিখিত দুই জন পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে প্রাইভেটকারের ভেতর থেকে ১ হাজার ৪৩৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি খন্দকার মাহবুব হোসেন যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন।