খোলাডাঙ্গায় সজল হত্যায় অভিযুক্তদের ত্রাস, গভীর রাতে বোমা হামলা হুমকি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর খোলাডাঙ্গায় নিহত ব্যবসায়ী আমিনুল ইসলাম সজলের বাড়ির সামনেসহ কয়েকটি স্থানে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এছাড়া সজলের ভাইসহ কয়েকজনকে কয়েক দফা মোবাইল ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, সজল হত্যা মামলার অন্যতম আসামি খোঁড়া কামরুলসহ তার সহযোগীরা এ ঘটনার সাথে জড়িত।

আমিনুর রহমান সজল- ছবি : সংগৃহীত

খোলাডাঙ্গা মুন্সীপাড়ার বাসিন্দা ও স্থানীয় শান্তি-শৃঙ্খলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান জানান, গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী গাজীর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নিহত সজলের বাড়ির সামনে ২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে মুন্সীপাড়ার তেমাথায় ১টি, রাত সাড়ে ১০টার দিকে মুন্সীপাড়া মাঠে ১টি এবং রাত সোয়া ২টার দিকে শান্তিশৃঙ্খলা কমিটির সদস্য হোসাইন তারেকের বাড়িতে ১টি বোমা নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
তিনি অভিযোগ করেন, সজল হত্যার বিচারের দাবিতে তারা সোচ্চার হওয়ার কারণে আসামি খোঁড়া কামরুল, সাগর এবং একই এলাকার টিটো ও রাজু তাদের সহযোগীদের দিয়ে পরিকল্পিতভাবে বোমা হামলা চালিয়েছে। বিচারের দাবির আন্দোলন থেকে সরে আসতে বাধ্য করতে এবং ভয় দেখানোর উদ্দেশ্যে এই বোমা হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ওইদিন রাতেই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত সজলের চাচাতো ভাই মোফাজ্জেল হোসেন পরাগ জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে ০১৬০৫-৮১৯৬৮৭ নম্বরের মোবাইল ফোন থেকে তাকে কল দিয়ে হুমকি দিয়েছে। তাকে হুমকি দিয়ে বলা হয়েছে, তোর মা বোন থাকবেনা। গাজীর বাজার উড়িয়ে দেব।
এলাকার গোলাম আজম রুবেল নামে এক ব্যক্তি জানান, একই ফোন নম্বর থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বৃহস্পতিবার বিকেলে তাকেও কল দিয়ে হুমকি দিয়েছে। তাকে হুমকি দিয়ে বলা হয়েছে, তোকে ২৪ ঘন্টা সময় দিলাম।
এছাড়া নিহত সজলের ভাই আরিফুল ইসলাম সুজনসহ আরও কয়েকজন জানান, একই মোবাইল ফোন নম্বর দিয়ে তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে।
মোবাইল ফোনে হুমকিপ্রাপ্তরা জানান, তারা এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করবেন।
গত ৪ নভেম্বর রাতে এশার নামাজ আদায় করতে যাওয়ার পথে খোলাডাঙ্গা সার গোডাউনের পেছনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী সজল।