ইয়াং টাইগার জাতীয় ক্রিকেটে বড় জয় পেয়েছে যশোর

0

স্পোর্টস রিপোর্টার॥ ইয়াং টাইগার জাতীয় অনূর্ধ্ব -১৮ ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের চুয়াডাঙ্গা ভেন্যুর বৃহস্পতিবারের খেলায় বড় জয় পেয়েছে যশোর জেলা। এ খেলায় তারা ঝিনাইদহ জেলাকে ১১৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে।
খেলায় টস জিতে প্রথমে যশোর ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে রাকিবুল হাসান ৩৮, তরফদার মুবতাসিম ২৫,মাহিনুর রহমান ২৪ এবং হৃদয় ২২ রান সংগ্রহ করেন। বল হাতে ঝিনাইদহের মাহফুজ আহমেদ ও লাবিব পারভেজ ৪টি করে এবং অমিত হাসান ও মুশফিকুর ১ টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্যে ঝিনাইদহ ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসি বোলিংয়ে মাত্র ৫৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে লাবিব পারভেজ সর্বোচ্চ দুই অংকের ১২ রান সংগ্রহ করেন। বল হাতে যশোরের সাজ্জাদ হোসেন একাই প্রতিপক্ষের ৫ জন ব্যাটারকে সাজ ঘরের ফেরান। এছাড়া সৈকত মল্লিক ও তরফদার মুবতাসিম ২ টি করে ও সাদমান খান ১ টি উইকেট লাভ করেন।
খুলনা ভেন্যুতে মাগুরার জয়
অপরদিকে টুর্নামেন্টের খুলনা ভেন্যুর খেলায় গতকালের মাগুরা জেলা জয় পেয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মাগুরা ৭ উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করে।
বিজিত দল আগে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৩৩ রান তোলেন। দলের পক্ষে ইরফান মুন্তাসির সর্বোচ্চ ২৮ রান করেন। মাগুরা দলের মোঃ কাইয়ুম ২৪ রানে ৪ উইকেট নেয়। জবাবে বিজয়ী দল ব্যাট করতে নেমে ২৮ ওভারে ৭ উইকেটে জয়লাভ করেন। দলের পক্ষে আল রাব্বি ৩৮ ও সামিউল ইসলাম ৩৫ রান করেন।