যশোরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে যশোর জেলা বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ। সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিবারের মতো এবারও জেলা বিএনপি যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান জাতীয় দিবস পালন করবে।