যশোর রেল স্টেশনে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

0

স্টাফ রিপোর্টার।। কুষ্টিয়ার যুবক মুকুল হোসেন (৩৭) যশোর রেল স্টেশনে এসে ছিতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতারে ভর্তি করা হয়েছে।
তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোযালগ্রামের খোদাবক্সের পুত্র।
মুকুল জানিয়েছেন, বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর শহর থেকে বাড়ি ফেরার উদ্দেশে রেল স্টেশনে যান। তখন প্লাটফর্মের উপর একজন ছিনতইকারী এসে তার কাছে যা আছে দিয়ে দিতে বলে। এসময় তার কাছে ৪৯ হাজার টাকা ছিল। টাকা না দেয়াই ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। এসময় মুকুল চিৎকার করলে ছিনতািকারী পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধর করার পর যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।