ইয়াং টাইগার জাতীয় অনূর্ধ্ব -১৮ ক্রিকেটে যশোরের শুভ সূচনা

0

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়াং টাইগার জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় জয় দিয়ে শুভ সূচনা করেছে যশোর জেলা। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর জেলা প্রতিপক্ষ ঝিনাইদহ জেলাকে ৮২ রানের বড় ব্যবধানে পরাজিত করে।
খেলায় টস জিতে প্রথমে যশোর ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে কাবিদ আল সিয়াম ৪২, তরফদার মুবতাসিম ২৫ এবং রাকিবুল হাসান ও আরিফুজ্জামান ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে ঝিনাইদহের আব্দুল্লাহ ইমতিয়াজ ও মাহফুজ আহমেদ ৩ টি করে, ইসান গাজী, মুশফিকুর, উৎসব সাহা ও লাবিব পারভেজ ১ টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ঝিনাইদহ ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষে বিধ্বংসী বোলিংয়ে ২৩ ওভার ৫ বলে ৬৭ রানের তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে মাহফুজ আহমেদ ১৮ এবং অমিত হাসান ১১ রান সংগ্রহ করেন। বল হাতে যশোরের সাদমান খান ৪টি, সৈকত মল্লিক ৩ টি এবং রাহাত পারভেজ ও সাজ্জাদ হোসেন ১ টি করে উইকেট লাভ করেন।