ঝিকরগাছায় শহীদ শওকত আলীর স্মরণসভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ শওকত আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিওরদাহ হাইস্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুুজ্জামান খান রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ ১৬বছরে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি শওকত আলী, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, আনারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ওলিয়ার রহমান, যুবদল নেতা মুজিবর মল্লিক, আলমগীর হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করে ক্ষমতায় গেলে সকল হত্যাকা-ের বিচার করা হবে। সভা শেষে দোয়া পরিচালনা করেন, শিওরদাহ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম হোসেন বকুল।