মোহিনী বিচারক হতে চান

0

মেহবুবা মোহিনী ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে মাস্টার্সে প্রথম স্থান অধিকার করেছেন। শনিবার এই ফলাফল প্রকাশ করা হয়। তিনি বিচারক হতে চান।
মোহিনী জিপিএ ৫ পেয়ে যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারী এমএম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইসএসসি পাশ করে ইবিতে আইন বিভাগে ভর্তি হন। শেষবর্ষে নিজ বিভাগে প্রথম হয়ে অনার্স শেষ করেন এবং মাস্টার্সে প্রথম স্থান অর্জন করেন (৩.৮৩)। মোহিনীর পিতা লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও মা খুলনা নার্সিং কলেজের প্রভাষক মোসাম্মৎ সালমা খানম মেয়ের স্বপ্নপূরণে সবার দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি